অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে উৎসবের আবহে মুখরিত দিঘা। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে মহাযজ্ঞ, উদ্দেশ্য জগন্নাথদেবকে আবাহন। বিকেলে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন বুধবার মহাযজ্ঞ, যজ্ঞকুণ্ড, এবং বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও রাধা-কৃষ্ণের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করা হবে।
পুরীর মন্দিরের রাজেশ দ্বৈতাপতি এবং ইসকন কলকাতার রাধারমণ দাস-সহ বহু সাধু-সন্ন্যাসী উপস্থিত থেকে যজ্ঞ পরিচালনা করছেন। যজ্ঞে ব্যবহৃত হচ্ছে আম-বেল কাঠ, বাংলার মিষ্টির মধ্যে থাকছে গজা, পেঁড়া ও রসগোল্লা।
প্রাণপ্রতিষ্ঠার সময় বুধবার সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০-এর মধ্যে দেবতার সর্বাঙ্গে কুশস্পর্শ ও মন্ত্রপাঠে সম্পন্ন হবে রুদ্ধদ্বার বিগ্রহ প্রতিষ্ঠা। এরপর হবে স্নান, বস্ত্র পরিধান এবং ৫৬ ভোগ অর্পণ। বিকেল ৫টা থেকে ৫টা ১০-এর মধ্যে মুখ্যমন্ত্রীর হাতেই হবে মন্দিরের দ্বারোদ্ঘাটন। প্রথম সন্ধ্যারতিও করবেন তিনিই।