Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ, পাত্রী রিঙ্কু মজুমদার - NewsOnly24

আজ বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ, পাত্রী রিঙ্কু মজুমদার

কলকাতা: নিজের নিউ টাউনের বাড়িতে আজ, শুক্রবার, ঘরোয়া পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ ও বিধায়ক দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার, যিনি একজন গৃহবধূ। তবে বিবাহবিচ্ছিন্না এবং এক পুত্রসন্তানের মা। পুত্র তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত।

বিজেপি করার সূত্রেই দিলীপ-রিঙ্কুর আলাপ। লোকসভা ভোটে হারার পর বিষণ্ণ দিলীপকে পাশে দাঁড়িয়ে সংসার গড়ার প্রস্তাব দেন রিঙ্কু। প্রথমে রাজি না-হলেও, পরে মায়ের অনুরোধে এবং সময়ের সঙ্গে নিজেও সম্পর্কের গুরুত্ব বুঝে রাজি হন দিলীপ।

‘পাকা কথা’ হয় গত ৩ এপ্রিল ইডেনে কেকেআরের খেলা দেখতে গিয়ে—একই বক্সে ছিলেন দিলীপ, রিঙ্কু ও রিঙ্কুর পরিবার। সেই থেকেই সম্পর্কের রঙ আরও গাঢ় হয়।

দিলীপ ঘোষ অবশ্য তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিয়ের প্রসঙ্গে বলেন, “বিয়ে কি অপরাধ?”—না বলেননি, আবার হ্যাঁ-ও বলেননি।

আজকের বিয়ের অনুষ্ঠানে কোনো আড়ম্বর নেই। আমন্ত্রিত খুব কম, শুধুই কাছের মানুষজন। দিলীপের মতোই রিঙ্কুও ব্যক্তিগত পরিসরেই বিশ্বাসী।

Related posts

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা