নয়াদিল্লি : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। শনিবার দুপুর ১২টা নাগাদ দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি দলে যোগ দেন তিনি।
রাজ্যসভার অধিবেশন চলাকালীন নাটকীয় ভাবে তৃণমূল ছাড়েন দীনেশ ত্রিবেদী।
বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম। অন্য দলে শুধুমাত্র একটা পরিবারের সেবা হয়। এই দলে দেশের সেবা হয়।’’
জনতার সেবা করতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দীনেশ।
তাঁর বিজেপিতে যোগ দেওয়াকে সঠিক দলে যোগ দেওয়া বলে মন্তব্য করেছেন জেপি নাড্ডা। তিনি বলেন, ‘‘দীনেশ ত্রিবেদী অভিজ্ঞ রাজনীতিবিদ। ভাল মানুষ এতদিন ছিলেন খারাপ দলে। এতদিনে উনি যোগ দিলেন সঠিক দলে।’’
তাঁ এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র-সহ অনেকেই।
আরও পড়ুন : রেশনে ভরতুকি প্রাপকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের, আন্দোলনে নামছে রেশন ডিলাররা