আবারও মাঝ আকাশে বিমানের ইমার্জেন্সি এগ্‌জিট খোলার চেষ্টা, আটক মদ্যপ যুবক

ইন্ডিগো বিমানে শ্লীলতাহানির অভিযোগ। প্রতীকী ছবি

মাঝ আকাশে দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানের ইমার্জেন্সি এগ্‌জিট খোলার চেষ্টা। জানা গিয়েছে, ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন প্রতীপ নামে বছর চল্লিশের এক যুবক।

বিমান সংস্থার একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। ইন্ডিগো জানিয়েছে, “দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার ৬ই ৩০৮ বিমানে ভ্রমণকারী এক যাত্রী মদ্যপ অবস্থায় ইমার্জেন্সি এগ্‌জিটের ফ্ল্যাপ খোলার চেষ্টা করেছিলেন।”

এই ঘটনা নজরে আসতেই বিমানকর্মীরা পাইলট এবং অন্য যাত্রীদেরও যথাযথ ভাবে সতর্ক করে দেন। যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কোনো আপস করা হয়নি বলে জানিয়েছে ইন্ডিগো। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবতরণের পর সিআইএসএফ কর্তাদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে পরবর্তী তদন্ত চলছে।

কয়েকদিন আগেই মুম্বই-গামী ইন্ডিগো বিমানে এক যাত্রীকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মাঝ আকাশ থেকে অবতরণের সময় বিমানের ইমার্জেন্সি এগ্‌জিট কভার খোলার চেষ্টা করেছিলেন তিনি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক