চিকিৎসার জন্য হন্যে হাসপাতালে হাসপাতালে। ছবি: রাজীব বসু
কলকাতা: আরজি কর-কাণ্ডে অব্যাহত বিক্ষোভ। চিকিৎসকদের কর্মবিরতির জেরে কলকাতা থেকে জেলায় জেলায় হাসপাতালগুলিতে রোগীদের দুর্ভোগ। চিকিৎসা না পেয়ে একাধিক রোগীর মৃত্যুও হচ্ছে বলে দাবি।
আরজিকর হাসপাতালের পাশবিক ধর্ষণ ও খুনের ঘটনার পরে তোলপাড় গোটা রাজ্য। কলকাতা থেকে জেলা সব সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। জরুরি পরিষেবা ছা়ড়া কোনও চিকিৎসাই প্রায় হচ্ছে না।
কার্যত মুখ থুবড়ে পড়েছে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা। হাসপাতালে এসে পরিষেবা না পেয়ে ফিরতে হচ্ছে একটা বড় অংশের রোগীকে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াচ্ছেন রোগীর স্বজনরা।
এ দিকে, রোগীরা ঠিক মতো চিকিৎসা পরিষেবা পায় তার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে কর্মবিরতি এবং অচলাবস্থা নিয়ে এ দিনই জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। চিকিৎসা ব্যবস্থাকে সচল রাখার জন্য আলোচনা হয়। তবে পুরো বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখতে বলা হয়েছে।