Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এ বার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে একইসঙ্গে মিলবে ট্রেন ও মেট্রো পরিষেবা - NewsOnly24

এ বার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে একইসঙ্গে মিলবে ট্রেন ও মেট্রো পরিষেবা

কলকাতা: পূর্ব রেলের সঙ্গে মিশে যাচ্ছে মেট্রোর লাইন। এ বার থেকে ট্রেন ও মেট্রো উভয় পরিষেবায় মিলবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। যার ফলে আগামীদিনে রেলের মানচিত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট।

রবিবারই একটি বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো রেল জানিয়েছে, মেট্রো পরিষেবার ম্যাপে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটি। বিমানবন্দর হয়ে নোয়াপাড়া-বারাসত মেট্রো রুটটিই গিয়ে যুক্ত হবে এই স্টেশনের সঙ্গে। ইতিমধ্যেই এই রেল স্টেশন লাগোয়া মেট্রো স্টেশনটি তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে। এর ফলে পূর্ব রেলের সঙ্গে মিশে যাবে মেট্রো লাইন।

অর্থাৎ যাঁরা বনগাঁ, বসিরহাট, টাকি কিংবা হাসনাবাদ থেকে শিয়ালদহ শাখায় যাতায়াত করেন, তাঁদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। অনেক কম সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ওই যাত্রীরা। তাঁদের আর শিয়ালদহ কিংবা দমদম যেতে হবে না। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই সহজে কলকাতার একপ্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারবেন।

কলকাতা মেট্রো রেলওয়ে সূত্রের খবর, নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে থাকছে ৬টি চলন্ত সিঁড়ি, তিনটি লিফ্ট, সাতটি সিঁড়ি। তবে কবে থেকে এই মেট্রো পরিষেবা চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন