শনিবার রেড রোডে মেগা পুজো কার্নিভাল, নিঃশেষিত ২০ হাজার পাস

পুজো কার্নিভাল। ফাইল ছবি

কলকাতা: শনিবার বিকেল ৪টে থেকে রেড রোডে মেগা পুজো কার্নিভাল। যা নিয়ে বিপুল উৎসাহ। নবান্ন সূত্রে খবর, এবারের কার্নিভালের দর্শকদের বিপুল উপস্থিতির কথা মাথায় রেখে ২০ হাজার পাস ছাপানো হয়েছিল। সেই পাস ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল নিয়ে বৃহস্পতিবার লালবাজারে বৈঠকে বসেছিলেন কলকাতা পুলিশের কর্তারা। সেই বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমে ঠিক হয়েছিল, এই কার্নিভালে অংশ নেবে কলকাতার সেরা ৯৯টি পুজো কমিটি। পরে তা ৯৫-এ নেমে এসেছে বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী, বিশিষ্ট মানুষজন ছাড়াও এ বার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ইউনেস্কোর প্রতিনিধিদের। তৈরি করা হচ্ছে চারটি মূল মঞ্চ।

জানা গিয়েছে, একটি মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রীসভার সদস্যরা। ঠিক তার পাশের মঞ্চেই থাকবেন রাজ্যপাল-সহ বিচারপতিরা। অন্য আরেকটি মঞ্চে থাকবেন অভিনেতা, অভিনেত্রী-সহ সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা। তার পাশের মঞ্চে থাকবেন বিদেশ থেকে আমন্ত্রিত অতিথিরা।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়, কার্নিভালে অংশগ্রহণকারী প্রতিটি পুজো কমিটি সর্বাধিক তিনটি গাড়ি আনতে পারবে। এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে সর্বোচ্চ ৫০ জন সদস্য নিয়ে আসতে পারবে অংশগ্রহণকারী পুজো কমিটি।

আরও পড়ুন: শুভেন্দুর ভাই সৌমেন্দুকে কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে