আজ বিজয়া দশমী, আবারও এক বছরের প্রতীক্ষা

কলকাতা: আজ, মঙ্গলবার বিজয়া দশমী। উমাকে বিদায় জানিয়ে আবার এক বছরের প্রতীক্ষা। আবার কবে মা আসবেন সেই দিকে অধীর আগ্রহে তাকিয়ে ক্যালেন্ডারের ইতিউতি চোখ ঘোরানো। উমার কৈলাসে ফেরার আগে সিঁদুর খেলায় মাতবেন মহিলারা।

দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। তবে বিজয়া দশমীর দিন চারিদিকে বাজে বিষাদের সুর। কারণ উমার কৈলাসে ফিরে যাওয়ার পালা। বিসর্জনের দিন সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও বিসর্জন। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।

বিজয় দশমী ২০২৩-র নির্ঘণ্ট

৬ কার্তিক ইং ২৪ অক্টোবর বুধবার- বিজয় দশমী

পূর্বাহ্ণ ঘ ৯।২৮। বিজয়া দশমী দিবা ঘ ১২। ৪২ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণেবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮.৩২ গতে পূর্বাহ্ণ মধ্যে)

শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পুজো সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।

প্রশাসনের প্রস্তুতি

উল্লেখ্য, এ দিন বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজোর প্রতিমা, দিনভর গঙ্গায় বিসর্জন হবে। সোমবার রাত থেকেই ঘাটগুলিতে তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ।

খিদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা ঘাট, কুমোরটুলি, বাজাকদমতলা ঘাটে বেশি প্রস্তুতি রাখা হবে। ক্রেন, লাইফবোট, পর্যাপ্ত আলো, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রাখা হবে। প্রতিমা নিরঞ্জনের সময় গঙ্গায় নিরাপত্তা আরও বাড়ানো হবে। কলকাতা পুলিশের ৫০টি লাইফবোট এ বার গঙ্গায় নামানো হবে।

Related posts

‘শান্ত থাকুন, সংযত থাকুন, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ান’, নাগরাকাটা হামলার পর বার্তা মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা! নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

‘ম্যান মেড বন্যা’র দায় ভুটান-ডিভিসির, দার্জিলিঙের মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর