আজ মহাষ্টমী: কুমারী পুজো, বিকেলে সন্ধিপুজো

কলকাতা: আজ, সোমবার অষ্টমী। অঞ্জলির পাশাপাশি কুমারী পুজো। গুপ্তপ্রেস ও বিশুদ্ধ সিদ্ধান্ত, দুই পঞ্জিকা মতেই এ দিন বিকেলেই সন্ধিপুজো।

এ দিন বিশেষ ভাবে উল্লেখ্য বেলুড় মঠ-সহ বিভিন্ন জায়গায় কুমারী পুজো। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় সন্ধিপুজো। সন্ধিপুজো চলে ৪৮ মিনিট ধরে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে সন্ধিপুজো শুরু হবে বিকেল ৩টে ৩৬ মিনিটে এবং চলবে ৪টে ২৪ মিনিট পর্যন্ত। আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সন্ধিপুজো শুরু হবে বিকেল ৪টে ১৪ মিনিটে এবং চলবে ৫টা ০৪ মিনিট পর্যন্ত।

এই আবহে সাতসকালে স্নান করে খালি পেটে পুষ্পাঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবেন পূণ্যার্থীরা। উল্লেখ্য, পুরাণ মতে মহাষ্টমীতেই দেবী দুর্গাকে নানা ধরনের অস্ত্র, পদ্মের মালা, রত্নহার দিয়ে সাজিয়ে তুলেছিলেন দেবতারা। তাই অষ্টমী তিথির এত গুরুত্ব।

সন্ধিপুজো সমাপন হওয়ার পরে পুজোও অন্তিম লগ্নেও পদার্পণ করবে। সেই সঙ্গে বিকেলেই পড়ে যাবে নবমী তিথি। নবমী তিথি আজ বিকেলে পড়লেও যে হেতু এই তিথি মঙ্গলবার দুপুর পর্যন্ত থাকবে, সে হেতু মঙ্গলবারই নবমী।

আরও পড়ুন: সপ্তমী থেকে প্রায় সারারাত চলবে মেট্রো, জানুন বিস্তারিত সময়সূচি

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস