দুর্গাপুজো মামলায় সোমবার হাইকোর্টে হলফনামা জমা দেবে রাজ্য। পুজো অনুদান জনস্বার্থ মামলার শুনানি শুরু হল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এদিন আদালতের শুনানির শুরুতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, সরকারের কোনও বিজ্ঞপ্তি নেই পুজো অনুদান নিয়ে। তাই জনস্বার্থ মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। শুধু ঘোষণা মাত্র করেছেন মুখ্যমন্ত্রী। আদালতে এই মুহূর্তে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয় বলে এদিন রাজ্যের তরফে সওয়াল করা হয়। আগামী সোমবার রাজ্য এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে হলফনামা জমা দেবে রাজ্য। মঙ্গলবার শুনানি।
যদিও মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ”প্রতিবছর এভাবে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় পুজো অনুদান। পরে তাঁর বিজ্ঞপ্তি জারি করা হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর যদি বিজ্ঞপ্তি হয়, তাহলে সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে।”এরপরই রাজ্যের হলফনামা চাওয়ার পাশাপাশি প্রধান বিচারপতির ডিভিশন জানায়, পূর্ববর্তী বছরে পুজো অনুদান বা চলতি বছরের পুজো অনুদান সংক্রান্ত তথ্য জানাবে রাজ্য। ৫ সেপ্টেম্বর মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
পুজোর অনুদান নিয়ে গত সপ্তাহেই তৃতীয় জনস্বার্থ মামলা দায়ের করেছে। ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা ও বিদ্যুৎ বিলের ছাড় দেওয়ার বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়। উল্লেখ্য, গত বছর পর্যন্ত পুজোর অনুদান ছিল ৫০ হাজার টাকা। তা এক ধাক্কায় ১০ হাজার করে বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়। আইনজীবীদের সংগঠনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: কেষ্ট চোর, ববি চোর, অরূপ চোর, আমরা সবাই চোর, আর ওঁরা সাধু?’ মমতা