প্রথম পাতা খবর ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পড়ে শোনালেন মীনাক্ষী, কী বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পড়ে শোনালেন মীনাক্ষী, কী বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

589 views
A+A-
Reset

কলকাতা: ডিওয়াইএফআইয়ের ব্রিগেডে সশরীরে আসতে না পারলেও তরুণ-তুর্কিদের ডাক দেওয়া এই মেগা সমাবেশের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বার্তায় উজ্জীবিত উপস্থিত বাম কর্মী-সমর্থকরা। কী বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

ডিওয়াইএফআই-এর ব্রিগেডে বার্তা পাঠান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি তাঁরা স্ত্রী ও সন্তানের মাধ্যমে বার্তা পাঠান। রবিবার ব্রিগেডের শেষলগ্নে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই বার্তা পাঠ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

মীনাক্ষী বলেন, “আমরা তাঁর (বুদ্ধদেব ভট্টাচার্য) বাড়ি কাল গিয়েছিলাম, তার কাছ থেকে লড়াইয়ের উষ্ণতা নিয়ে ফিরেছি। যে বার্তাটা উনি পাঠিয়েছেন এটাই লড়াইয়ের ডাক, এটাই লড়াইয়ের কথা।” এরপর রবীন্দ্রনাথের একটি গানের তিনটি লাইন পাঠ করেন মীনাক্ষী— ‘যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝড়ে, আমরা প্রস্তুত।’ বুদ্ধবাবু এই বার্তাই দিয়েছেন তাঁদের। বুদ্ধদেবের বার্তায় বলা হয়, ‘‘এটাই ডিওয়াইএফআই। সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমণ্ডিত হবে।’’

প্রসঙ্গত, যুব সংগঠনের হাত ধরে রাজ্য–রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। শনিবার পাম অ্যাভেনিউতে গিয়েছিলেন মীনাক্ষীরা। বুদ্ধদেব ভট্টাচার্যের বাস ভবন থেকে বেরিয়ে মীনাক্ষী বলেন, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, রবিবারের ব্রিগেড খুব ভালো ব্রিগেড, বড় ব্রিগেড হবে। তিনি আমাদের অভিন্দন জানিয়েছেন। ৫০দিন হাঁটার পরে এই সমাবেশ একটি চিহ্নফলক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।’’ বুদ্ধ-বার্তা নিয়ে এসে আজ তা দিয়েই শেষ হল ইনসাফের ব্রিগেড।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.