ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশ

বুধবার দুপুরে ভূমিকম্প। কেঁপে উঠল দিল্লি,সংলগ্ন এলাকা এবং উত্তরপ্রদেশের কিছু অংশ। উত্তরাখণ্ড, হরিয়ানার অনেক এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ৪.৪। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি অনুসারে, ভূমিকম্পটি দুপুর দেড়টা নাগাদ নেপালের জুমলা থেকে ৬৯ কিলোমিটার দূরে আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

উত্তরাখণ্ডের পিথোরাগড়েও ভূমিকম্প অনুভূত হয়। পিথোরাগড় থেকে ১৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটারের মধ্যে।

দিল্লি এবং নেপাল উভয়েই গত কয়েক মাস ধরে বারবার ভূমিকম্পের কবলে পড়েছে। ২৪ জানুয়ারি নেপালে একটি ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২০২২ সালের নভেম্বরে সে দেশে একটি ৬.৩ মাত্রার ভূমিকম্পে আঘাত হেনেছিল এবং ডোটি জেলায় একটি বাড়ি ভেঙে পড়ে কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়। সেই সময়ে দিল্লি-এনসিআর অঞ্চলের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছিল।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের