গরুপাচার-কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে এবার গ্রেফতার করল ইডি

নয়াদিল্লি: গরুপাচার-কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে দিল্লি থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে সূত্রে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে ইডি তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত গরুপাচার-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালে এনামুলকে গ্রেফতার করে সিবিআই। তার পর থেকে প্রায় দু’বছর ধরে জেলবন্দি ছিলেন তিনি। গত জানুয়ারি মাসে এনামুলের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা ও আনারুল শেখ-সহ সাতজনের নাম ছিল। এবার ইডি গ্রেফতার করল এনামুলকে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে