অভিষেককে দলে গুরুত্ব দিয়েও কর্মসমিতিকে মমতার বার্তা ‘ওল্ড ইজ গোল্ড’

তৃণমূল কংগ্রেস এর যাবতীয় পদের অবলুপ্তি ঘটিয়ে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন জাতীয় কর্মসমিতি। আর সেই কর্মসমিতির দ্বিতীয় বৈঠকে দলের উদ্দেশ্যে নেত্রীর বার্তা, ‘‘নতুনদের প্রয়োজন, কিন্তু মনে রাখবেন, ওল্ড ইজ গোল্ড। নবীন-প্রবীণের মিশেলেই এগিয়ে যাবে তৃণমূল।’’

শুক্রবার দলের সদ্য গঠিত জাতীয় কর্মসমিতির দ্বিতীয় বৈঠকে দলকে এই বার্তাই দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি তিনি দলের সবাইকে মনে করিয়ে দিলেন যে, তৃণমূল গরিবের দল। এখানে বৈভবের প্রদর্শন চলবে না।

উল্লেখ্য, বিগত শনিবার তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠনের পর, দলের সর্বভারতীয় স্তরে সমস্ত পদ গায়েব করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শুক্রবার কর্মসমিতির বৈঠকে ঘোষিত হল দলের নতুন পদাধিকারীদের নাম।

দেখা গেল যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে নিজের পুরনো জায়গা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদেই আবারও ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, শুক্রবার কালীঘাটের বৈঠকে প্রায় ২৫ মিনিট বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মূল বক্তব্য ছিল, ‘দলে নতুনদের প্রয়োজন রয়েছে, তবে সবাইকে মনে রাখতে হবে যে, ওল্ড ইজ গোল্ড।’

Related posts

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

দেড়শোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লি বিমানবন্দর