লোকসভার আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের ইডি-র

কলকাতা: লোকসভা নির্বাচনের মুখে মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপ নিয়ে তীব্র সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নতুন করে আর্থিক দুর্নীতির মামলায় দায়ের করল ইডি।

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে লোকসভার এথিক্স কমিটির সুপারিশে গত ৮ ডিসেম্বর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়। কয়েক দিন আগে পর্যন্ত মহুয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার ফের তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

ইডি সূত্রে খবর, অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এ দায়ের করা হয়েছে মামলাটি। মহুয়া এবং তাঁর পরিচিত দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে নতুন করে সমন জারি করেছে ইডি। ইডি সূত্রে খবর, দু’জনকেই বিদেশি মুদ্রা বিনিময় (ফেমা) আইন লঙ্ঘনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সম্প্রতি মহুয়ার সমর্থনে নদিয়ার ধুবুলিয়ায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘সক্রিয়তা’ নিয়ে সুর চড়ান তিনি। তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়াকে এর আগে দু’বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। শেষ বার ভোটের কারণে ব্যস্ত থাকার দরুন সমন এড়িয়েছেন মহুয়া।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ