পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে-জামাইকে তলব ইডির

এবার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য ও জামাই কল্যাণময় ভট্টাচার্যকে তলব ইডির। অবিলম্বে আমেরিকা থেকে কলকাতায় আসার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।

প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে বেশ কিছু তথ্য এসেছিল। তাঁর জামাইয়ের অ্যাকাউন্টে টাকা আদানপ্রদানের ইঙ্গিত মিলেছে। পিংলার একটি বিদ্যালয়ের সঙ্গেও যোগসূত্র উঠে আসছে পার্থের। তাঁর মেয়ের নামেও কিছু তথ্য সামনে এসেছে, তবে এই মুহূর্তে সে বিষয়ে বিশদে কিছু জানা যায়নি

ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পার্থ–অর্পিতা দু’‌জনেই এখন বলছেন ওই টাকা তাঁদের নয়। তার উপর সরকারি চাকরি বিক্রি করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। পার্থর সম্পর্কে মেয়ে–জামাই কতটা জানেন তা জানতেই তাঁদের তলব করা হয়েছে।

বৃহস্পতিবার পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরই ইমেলে সোহিনী ও কল্যাণময়কে তলব করা হয়েছে। বর্তমানে তাঁরা আমেরিকায় রয়েছেন বলেই খবর। যত দ্রুত সম্ভব কলকাতায় এসে ইডি দপ্তরে তাঁদের দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন :

থাইল্যাল্ডের নাইট ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১৩

চার দিনের দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্বাধীনতা দিবসের আগে জঙ্গি হামলার সম্ভাবনা, সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো

ভারোত্তোলনে গুরদীপ ও হাই জাম্পে তেজস্বিন ব্রোঞ্জ জিতলেন, স্কোয়াশে ব্রোঞ্জ বাংলার সৌরভের

আজ দিল্লিতে মমতা, সাক্ষাতের সম্ভবনা মোদীর সঙ্গে

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা