ইডি-র তলবে সাড়া দিয়ে হাজিরা দেবেন কি সায়নী ঘোষ?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে তলব করেছে ইডি। যদিও তিনি ইডি দফতরে যাবেন কি না, তা শুক্রবার সকাল পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে নাম এসেছে তৃণমূল যুব নেত্রীর। সম্পত্তি কেনা বেচার সূত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সেই সঙ্গে নথিও চাওয়া হয়েছে অভিনেত্রীর কাছে। শুধু তাই নয়, গোয়েন্দাদের হাতে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাটও রয়েছে বলে খবর।

তবে ইডি নোটিশের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে সায়নী প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বুধবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পূর্ব বর্ধমানের জামালপুরে সায়নীর যাওয়ার কথা ছিল, যদিও তিনি যাননি।

সব মিলিয়ে, সায়নী এ দিন ইডি দফতরে যাবেন কি না, তা এখনও জানা যায়নি স্পষ্ট ভাবে। তবে সূত্র মারফত খবর, নির্দিষ্ট সময়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছবেন তিনি। অন্য দিকে, সায়নীকে জিজ্ঞাসাবাদ করতে তৈরি ইডি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন