চলতি বছরেই জাতীয় শিক্ষানীতি কার্যকরের তোড়জোড়, উপাচার্যদের মত চাইল রাজ্য

কলকাতা: আগামী শিক্ষাবর্ষ থেকেই জাতীয় শিক্ষানীতি (এনইপি) কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইউজিসি-র তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আর বেশিদিন বাকি নেই। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার।

জাতীয় শিক্ষানীতি কার্যকর করার জন্য বিশেষজ্ঞদের মতামত জানতে ওই কমিটি গঠন করেছিল শিক্ষা দফতর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে মাথায় রেখে একটি ৬ সদস্যের কমিটি গঠন করা হয়। শুক্রবার ওই কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার মতো পরিকাঠামো আছে কি না খতিয়ে দেখে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই মর্মে বিশ্ববিদ্যালয়গুলিকে এই চিঠি দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতির একাধিক নিয়ম মানতে হবে বলে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছ রাজ্য। মূলত নতুন জাতীয় শিক্ষানীতির ক্রেডিড বেসড সিস্টেম প্রয়োগের জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। তিন বছরের বদলে চার বছরের স্নাতক স্তর করার কথা বলা হয়েছে সেই শিক্ষানীতিতে।

বিশ্ববিদ্যালয়গুলো আদৌ কি চলতি শিক্ষাবর্ষের মধ্যে এই নীতি চালু করতে পারবে? সে ক্ষেত্রে তারা যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় অথবা পরিকাঠামোর পরিবর্তন রয়েছে কি না, সব কিছুই কমিটিকে জানানোর কথা বলা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছ থেকে মতামত পাওয়ার পর তা নিয়ে কমিটির পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হবে উচ্চশিক্ষা দফতরকে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক