প্রথম পাতা খবর চমক মমতার মন্ত্রিসভায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য, পরিবহণে ফিরহাদ, দেখুন কে কোন দায়িত্বে

চমক মমতার মন্ত্রিসভায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য, পরিবহণে ফিরহাদ, দেখুন কে কোন দায়িত্বে

116 views
A+A-
Reset

ডেস্ক: বহু বদল, বহু চমক, মন্ত্রীসভাকে ঢেলে সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মন্ত্রীকে  বহু দায়িত্ব না দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ দফতরগুলি একজন মন্ত্রীর হাতেই ছাড়লেন. বরং তাঁরা প্রতিমন্ত্রীও পেলেন।


একঝলকে দেখে নেওয়া যাক কে কোন দায়িত্ব পেলেন
*মমতা বন্দ্যোপাধ্যায়- স্বরাষ্ট্র, কর্মীবর্গ, স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। 
*অমিত মিত্র : অর্থ, পরিকল্পনা এবং পরিসংখ্যান দফতর।পার্থ চট্টোপাধ্যায় : শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন এবং সংসদ বিষয়ক দফতর।

*ব্রাত্য বসু : স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষা। 

*সুব্রত মুখোপাধ্যায় : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

*জ্যোতিপ্রিয় মল্লিক : বন এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি দফতর। 

*মানসরঞ্জন ভুঁইয়া – জলসম্পদ বিকাশ ও উন্নয়ন।

*সৌমেনকুমার মহাপাত্র – জলসম্পদ ও জলপথ।

*অরূপ বিশ্বাস – শক্তি, যুবকল্যাণ ও ক্রীড়া। 

*মলয় ঘটক – আইন দফতর।

*উজ্জ্বল বিশ্বাস – কারা দফতর।

*অরূপ রায় – সমবায়। 

*সাধন পান্ডে – ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী।

*শোভনদেব চট্টোপাধ্যায়- কৃষি মন্ত্রী।

*ফিরহাদ হাকিম- পরিবহণ মন্ত্রী হচ্ছেন। একই সঙ্গে আবাসন দফতরের দায়িত্বও তিনি সামলাবেন।

*চন্দিমা ভট্টাচার্য- পুর ও নগরাোন্নন দফতরের দায়িত্ব।

*অখিল গিরি- মৎস্যমন্ত্রী হচ্ছেন।

*সিদ্দিকুল্লা চৌধুরী- আরও একবার পাচ্ছেন গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের দায়িত্ব।

*গুলাম রব্বানি- মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব।

*চন্দ্রনাথ সিনহাঃ ক্ষুদ্র শিল্পমন্ত্রী

পুলক রায়ঃ জনস্বাস্থ্য কারিগরি
*বিপ্লব মিত্রঃ কৃষি বিপণন

*বঙ্কিমচন্দ্র হাজরাঃ সুন্দরবন উন্নয়নমন্ত্রী

*মানস ভুঁইয়াঃ জলসম্পদ উন্নয়নমন্ত্রী

*সৌমেন মহাপাত্রঃ সেচমন্ত্রী
*রথিন ঘোষঃ খাদ্যমন্ত্রী

*জাভেদ খানঃ বিপর্যয় মোকাবিলা
*স্বপন দেবনাথঃ প্রাণী সম্পদ

*শশী পাঁজাঃ নারী,শিশু সুরক্ষা

স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী

বেচারাম মান্নাঃ শ্রম
সুব্রত সাহাঃ খাদ্য প্রক্রিয়াকরণ
হুমায়ুন কবীরঃ কারিগরি শিক্ষা
চন্দ্রিমা ভট্টাচার্যঃ পুর নগরায়ন ,স্বাস্থ্য
রত্না দে নাগঃ পরিবেশ
সন্ধ্যারানি টুডুঃ পশ্চিমাঞ্চল উন্নয়ন
বুলু চিক বারিকঃ অনগ্রসর শ্রেণী কল্যাণ
সুজিত বসুঃ দমকল
ইন্দ্রনীল সেনঃ পর্যটন,তথ্য সংস্কৃতি


রাষ্ট্রমন্ত্রী
দিলীপ মন্ডল: পরিবহন
আরুকজ্জুমানঃ শক্তি
সিউলি সাহাঃ পঞ্চায়েত
শ্রীকান্ত মাহাতঃ ক্ষুদ্র শিল্প
সাবিনা ইয়াসবিনঃ সেচ ,উত্তরবঙ্গ উন্ন্যন
বিরবাহা হাঁসদাঃ বন প্রতিমন্ত্রী
জ্যোৎস্না মান্ডিঃ খাদ্য
পরেশ চন্দ্র অধিকারীঃ শিক্ষা
মনোজ তেওয়ারিঃ ক্রীড়া এবং যুব কল্যাণ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.