শিয়ালদহ মিছিলে। ছবি: রাজীব বসু
শুক্রবার দুপুর ২টোয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে বসছেন চাকরিহারাদের প্রতিনিধি দল।
সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া নিয়োগপ্যানেলের জেরে এক ঝটকায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। যদিও তাঁদের মধ্যে বহুজন ‘যোগ্য’ বলেই দাবি আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, ‘যোগ্য’ কেউ চাকরি হারাবে না। তিনি বিকল্প নিয়োগপদ্ধতির কথাও জানিয়েছেন। তবুও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্কুলমুখো হননি বহু চাকরিহারা। বরং আন্দোলনেই আস্থা রেখেছেন তাঁরা।
এই আবহে বৃহস্পতিবার শিয়ালদহ থেকে শুরু হওয়া বিশাল মিছিলে পা মেলান বহু পেশার মানুষ। ডাক্তার, গবেষক থেকে শুরু করে সাধারণ চাকরিপ্রার্থী—সকলেই রয়েছেন ‘যোগ্য’ প্রমাণপত্র হাতে।
চাকরি ফেরাতে আদৌ কী সমাধানসূত্র উঠে আসবে শুক্রবারের বৈঠকে, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। আন্দোলনকারীদের আশা, এবার মিলবে স্থায়ী আশ্বাস।