বিজেপির সমর্থনে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়ণবীশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময়ই শপথ নিতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির চাপে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই পরিস্থিতিতে প্রত্যাশিত ভাবেই শিব সেনার বিক্ষুব্ধদের সঙ্গে নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি।
সাংবাদিক সম্মেলনে নতুন সরকার গঠনের কথা ঘোষণা করলেন ফড়নবীশ।
দিনভর টানটান উত্তজনায় কেটেছে। কে হবেন মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছিল দেবেন্দ্র ফড়নবীশই হবেন মুখ্যমন্ত্রী আর শিন্ডে থাকবেন তাঁর ডেপুটি হয়ে। কিন্তু বিকেল গড়াতেই খেলা ঘুরে গেল। রাজভবনে ফড়ণবীশকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন শিন্ডে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। আর সাংবাদিক বৈঠকে সকলকে চমকে গিয়ে ফড়ণবীশ ঘোষণা করেন তিনি নন, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। হিন্দুত্বের আদর্শ মেনে চলার জন্যই বিজেপি তাঁকে সমর্থন জানিয়েছে।
ফড়নবীশের কথায়, হিন্দুত্বেরই জন্যই শিণ্ডেকে সমর্থন দেব আমরা। মহারাষ্ট্রকে নেতৃত্ব দেবেন শিণ্ডেই। শিবসেনা এবং বিজেপি হাতে হাত মিলিয়ে ২০১৯-এ ভোটে লড়াই করেছিল, কিন্তু যে সরকার গত ৩ বছর রাজ্যটাকে চালিয়েছে, তা দুর্নীতিগ্রস্ত। বাল ঠাকরের আদর্শ থেকে সরে গিয়েছে। উদ্ধবের একাধিক মন্ত্রী জেল খাটছেন। এই সরকার মানুষ চায়নি। মহারাষ্ট্রে সুষ্ঠুভাবে গড়ে তুলতে এবং দুর্নীতিমুক্ত সরকার গঠন করতেই আমরা শিণ্ডের পাশে থাকছি।
শিন্ডে সাংবাদিকদের বলেন ফড়ণবীশের এই মহানুভবতার জন্য ধন্যবাদ। বালাসাহেবের হিন্দুত্বের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর উদ্দেশ্য। আগাড়ি সরকারে থেকে কাজ করতে অনেকদিন থেকেই সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন তাঁর উপর ভরসা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন শিন্ডে।
আরও পড়ুন:আগামীকাল ইসকন রথের দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী