বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা

চলতি বছর রাজ্যে আগাম প্রবেশ করলেও এখনও পর্যন্ত এর প্রভাব উত্তরবঙ্গে পড়লেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণের ভাগ্যে। বৃষ্টি না আসায় ইলিশও তেমন দেখা দেয়নি সাগরে। তাই সেই সুখ থেকেও মোটের ওপর বঞ্চিতই রয়েছে বাঙালি এই মরশুমে। তবে এবার বদলাতে চলেছে আবহাওয়া। উত্তরে বৃষ্টি কমলেও এবার বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে।

বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পাশাপশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে, ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে।

উত্তরবঙ্গে দুটি জেলা বাদে বাকি এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে। মাঝে মধ্যে দু’এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা ও মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মালদা ও দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন :

বিজেপির সমর্থনে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

আগামীকাল ইসকন রথের দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের