ডেস্ক: ভোটমুখী রাজ্যগুলিতে দেদার হয়েছে বড় বড় রাজনৈতিক সমাবেশ। এই পরিস্থিতি পেয়ে লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। যার ফলে দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তার জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করল মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে বলেন, “আপনাদের প্রতিষ্ঠানই এককভাবে করোনার দ্বিতীয় ঢেউর জন্য দায়ী।” আধিকারিকদের বিরুদ্ধে ‘সম্ভবত খুনের মামলা’ হওয়া উচিত বলেও জানান তিনি।
হাইকোর্ট বলেছে, ‘ভোট প্রচার যখন চলছিল, তখন আপনারা কি অন্য গ্রহে ছিলেন! একই সঙ্গে কমিশনকে সতর্ক করে মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, ভোট গণনার দিন করোনা বিধি মানতে তারা কী ব্যবস্থা নিচ্ছে, তা ৩০ এপ্রিলের মধ্যে আদালতে জানাতে হবে কমিশনকে৷
কমিশনকে তীব্র ভর্ৎসনা করে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং সেনথিলকুমার রামমূর্তির ডিভিশন বেঞ্চ বলে, ‘আজকে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য একমাত্র আপনারাই দায়ী৷ আপনারা নিজেদের হাতে থাকা কোনও ক্ষমতারই প্রয়োগ করেননি ৷ করোনা বিধি মানার জন্য বার বার এই আদালত আপনাদের সতর্ক করেছে, কিন্তু তার পরেও বিধি ভেঙে সভা, মিছিল করার জন্য কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ করেননি৷’
আরও পড়ুন: তৃণমূল এজেন্টের টুপিতে ‘মমতার লোগো’, খুললেন অগ্নিমিত্রা
এর পরেই আরও কড়া সুরে ডিভিশন বেঞ্চ কমিশনকে চরমসীমা বেঁধে দিয়ে জানায়, ‘এবার ২ মে-র আগে কীভাবে কোভিড বিধি মানা হবে, তার ব্লুপ্রিন্ট যদি আপনারা আদালতে জমা না দেন, তাহলে আমরা আপনাদের আশ্বস্ত করছি যে আমরা ভোট গণনা বন্ধ করে দেব৷ যাতে আপনাদের অপদার্থতার মাশুল এই রাজ্যকে আর না দিতে হয়৷ ‘