কমতে পারে ইপিএফের সুদ, অর্থমন্ত্রকের কাছে প্রস্তাব

নয়াদিল্লি : ২০২০-২১ অর্থবর্ষে কমতে পারে এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এর সুদের হার। সংবাদ সংস্থা সূত্রে খবর, সুদের হার সাড়ে ৮ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ হতে পারে। খুব শীঘ্রই এই নিয়ে অর্থ মন্ত্রকের কাছে প্রস্তাব দিতে পারে ইপিএফ কমিটি।

মুদ্রাস্ফীতি নিয়ে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এই পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইপিএফের সুদে কোপ পড়লে অসুবিধার মধ্যে পড়বে সাধারণ মানুষ। ১৯৭৭-৭৮ সালের পর এত নীচে নামেনি ইপিএফের সুদের হার। সেই সময় সুদের হার ছিল ৮ শতাংশ।

তবে বিরোধীরা মনে করছে চার রাজ্যে বিধানসভা ভোটে জিতে শুধু ইপিএফ নয়, জ্বালানি তেলসহ একাধিক পণ্যের দাম বাড়ানোর পথে বুক ফুলিয়ে হাঁটবে কেন্দ্র।

আরো পড়ুন : জনমুখী রাজ্য বাজেট, খুশি শিল্পমহল

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক