82
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে গরম থেকে এখনই মিলছে না রেহাই।
বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
এদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হতে পারে ৭-১১ সেমি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা।