অনুমতি দিয়েও কৃষকদের ট্র্যাক্টর মিছিলে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস দিল্লি পুলিশের

নয়াদিল্লি : ট্র্যাক্টর মিছিল নিয়ে দিল্লিতে ঢোকার আগেই টিকরি সীমান্তে ব্যারিকেড ভেঙে দিলেন কৃষকরা। দিল্লিতে প্রবেশের সময় মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।

তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৭২তম প্রজাতন্ত্রের দিন ট্র্যাক্টর মিছিলে কর্মসূচি নেয় কৃষকরা। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের পর দিল্লি পুলিশ অনুমতি দেয় এই মিছিলের।

রাজধানীর পশ্চিম অংশে দিল্লি ও হরিয়ানার টিকরি সীমান্ত দিয়ে কয়েক হাজার মানুষ পতাকা নিয়ে মিছিল করে দিল্লিতে প্রবেশ করছিলেন। তাদের অনেকে ট্র্যাক্টরেও ছিলেন।

একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে পুলিশের বাধা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে কৃষকরা ঢুকে পড়ছেন।

অন্যদিকে সিংঘু সীমান্তে ৫হাজারেরও বেশি বিক্ষোভকারী আউটার রিং রোডে ঢুকতে অনড় মনোভাব দেখান।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সিংঘু সীমান্ত দিয়ে কৃষকরা ঢুকে পড়লে সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জ করা অভিযোগ করেছেন কৃষকরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক