উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে শো কজ করল তৃণমূল

কলকাতা : দল বিরোধী কাজের অভিযোগে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে শো কজ করল তৃণমূল। মঙ্গলবার তিনি সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে নানা অভিযোগ আনতে থাকেন। হুগলি জেলার কোর কমিটি ও জেলা তৃণমূলের মুখপাত্র পদ থেকেও ইস্তফা দেন তিনি।

বেশ কিছুদিন ধরেবই বেসুরো হয়ে উঠছিলেন প্রবীর ঘোষাল। দলের বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক অভিযোগও করছিলেন তিনি। এমন কি সোমবার মুখ্যমন্ত্রীর পুরশুড়ার যাননি তিনি।

তিনি জানিয়েছিলেন, মঙ্গলবার বিশেষ ঘোষণা করবেন। পূর্ব ঘোষণা মতো প্রবীরবাবু সাংবাদিক বৈঠক করেন এবং দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দলীয়পদ ত্যাগ করলেও তিনি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছাড়েননি বলেই জানা গিয়েছে।

কিন্তু প্রশ্ন উঠছে, দলের বিরুদ্ধে অভিযোগ দলগত ভাবে না জানিয়ে এই সাংবাদিক বৈঠকে করে জানানোর মধ্যে কী অন্য ইঙ্গিত রয়েছে?

এ প্রসঙ্গে প্রবীরবাবু বলেন, ‘‘ আমি নিজে মুখ্যমন্ত্রীকে গোটা পরিস্থিতি জানিয়েছিলাম। উনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। আমার সামনেই পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনও কিছুই হয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘ভোটের মুখে আমি বেসুরো হইনি। দীর্ঘদিন ধরে সমস্যার কথা বলে আসছি। দলের বৈঠকেও বলেছি, বাইরেও বলেছি।’’

আরও পড়ুন : রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের

Related posts

মঙ্গলবার ভোটগণনা, স্ট্রংরুমে কড়া নিরাপত্তা

বুথফেরত সমীক্ষা ‘ফেক’, কর্মীদের শক্ত থাকার পরামর্শ মমতার

অরুণাচলপ্রদেশ ও সিকিম বিধানসভার ভোটগণনা, কে কোথায় এগিয়ে