গঙ্গার নীচ দিয়ে হাওড়া স্টেশন থেকে ধর্মতলা আসতে কত টাকার টিকিট কাটতে হবে?

কলকাতা: আগামী বুধবার কলকাতা মেট্রো রেলের নয়া দৌড়। ওই দিনই শহরের তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। তারমধ্যে একটি হচ্ছে গঙ্গার নীচ দিয়ে মেট্রো প্রকল্প। রেল জানিয়েছে, তাতেও সওয়ারি হবেন নরেন্দ্র মোদী। বারাসতে জনসভার পর এই প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

হুগলি নদীর নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ১৬.৫ কিলোমিটারের এই পথের ১০.৮ কিলোমিটার থাকছে মাটির তলায়। কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। কিছুদিন আগেই তা শেষ হয়েছে। হয়েছে চূড়ান্ত ট্রায়াল রান। মেট্রোর তরফে বাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেই হাওড়া থেকে উত্তর এবং দক্ষিণ কলকাতার ভাড়ার বিবরণ রয়েছে।

মেট্রোর তরফে প্রকাশিত ভাড়ার তালিকা অনুযায়ী, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৫ টাকা, ধর্মতলা আসতেও ১০ টাকার টিকিট কাটতে হবে। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকা লাগবে। বরাহনগর, নোয়াপাড়া পর্যন্তও ভাড়া ৩০ টাকা। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকাই লাগবে। দক্ষিণের মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলী, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ পর্যন্তও ৩০ টাকা ভাড়া।

দমদম পর্যন্ত ২৫, বেলগাছিয়া, শ্যামবাজার পর্যন্ত ২৫ টাকা ভাড়া গুনতে হবে মেট্রোয়। আবার দক্ষিণের কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, নেতাজি পর্যন্তও ভাড়া ২৫ টাকা। বাইপাসের সত্যজিৎ রায় স্টেশন পর্যন্ত ৩৫ টাকা ভাড়া পড়বে। জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত পর্যন্ত ৪০ টাকা ভাড়া। দমদম ক্যান্টনমেন্ট যেতে ভাড়া পড়বে ৪০ টাকা। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে পর্যন্ত যেতে ৫০ টাকা ভাড়া গুনতে হবে।

প্রসঙ্গত, আগামী বুধবার উদ্বোধন হতে চলে চলেছে মেট্রোর তিনটি রুটের। কলকাতা মেট্রোর হাওড়া ময়দান – এসপ্ল্যানেড মেট্রো সেকশন, কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন, তারাতলা-মাঝেররহাট মেট্রো সেকশনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে