এক দিন আগেই রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন লুইজিনহো ফালেইরো

ডেস্ক: মঙ্গলবার রাজ্যসভার প্রার্থীপদে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর। তবে আগামীকাল পর্যন্ত অপেক্ষা না করে সোমবার দুপুরেই বিধানসভায় এসে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রসের প্রার্থী।

অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ফালেইরোকে প্রার্থী করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ থেকে এই রাজ্যসভার আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ নভেম্বর। এ দিন বিধানসভায় এসে ডেপুটি স্পিকারের সঙ্গে দেখা করে মনোনয়ন জমা দিলেন তিনি।

বছর ঘুরলেই গোয়ার বিধানসভা ভোট। ভোটযুদ্ধের জন্য ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বাংলার শাসকদল। একে একে অনেকেই যোগ দিয়েছেন তৃণমূলে। গত ২৯ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন লুইজিনহো। গোয়ার বিধানসভা নির্বাচনের আগে ওই রাজ্যে দলের ভিত মজবুত করতেই তাঁকে রাজ্যসভা আসনে তৃণমূল মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

উপনির্বাচনের নির্দেশিকা জারি হয় ৯ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর। মনোনয়নপত্রের স্কুটিনি হবে ১৭ নভেম্বর। যা প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর। এর পর ২৯ নভেম্বর এই আসনের জন্য ভোটগ্রহণ হবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের মতে, এই আসনের ভোটে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা কম। ফলে তৃণমূল প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: নন্দীগ্রামের গণনা মামলায় কলকাতা হাইকোর্টে আরজি দাখিল শুভেন্দু অধিকারীর

প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ পদ থেকে অর্পিতা ঘোষ ইস্তফা দেওয়ার পরই যে শূন্যস্থানের তৈরি হয়েছিল, সেই জায়গাতেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মনোনীত করেছে তৃণমূল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক