Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নিউটাউন শুটআউটে চাঞ্চল্যকর তথ্য, ২ গ্যাংস্টারের ফ্ল্যাটে আসা-যাওয়া ছিল একাধিক ব্যক্তির - NewsOnly24

নিউটাউন শুটআউটে চাঞ্চল্যকর তথ্য, ২ গ্যাংস্টারের ফ্ল্যাটে আসা-যাওয়া ছিল একাধিক ব্যক্তির

ডেস্ক : নিউটাউন শুটআউটকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এসটিএফ সূত্রে, জানা গিয়েছে ওই দুই ‘গ্যাং স্টার’- এর ফ্ল্যাটে আসা-যাওয়া করত বেশ কয়েকজন।

প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পেরেছে, দিনের বিভিন্ন সময় একাধিক ব্যক্তি তাদের ফ্ল্যাটে আসত। তারা কে? কোথা থেকে আসত ওই ব্যক্তিরা? তা নিয়ে খোঁজ খবর চালানো শুরু করেছে এসটিএফ।

এ দিকে এটিএফের সঙ্গে এনকাউন্টারে নিহত দুই গ্যাংস্টারের দেহ নিতে কলকাতা আসে তাদের পরিবার। বৃহস্পতিবার রাতে জয়পাল ভুল্লারের বাবা টেকনোসিটি থানায় যান এবং প্রয়োজনীয় কাগজপত্রে সই করেন। অন্যদিকে আজ সকালে যশপ্রীত সিং খাড়ারের দেহ নিতে আসে তার পরিবার।

এনকাউন্টারের সময় আহত এসটিএফ ইন্সপেক্টর কার্তিকমোহন ঘোষের শারীরিক অবস্থা এখন স্থীতিশীল।

আরও পড়তে পারেন : নিউটাউন এনকাউন্টারে নিহত দুই গ্যাংস্টার জসসি খাড়ার এবং জয়পাল ভুল্লার পাকিস্তান যোগ মিলল

Related posts

শুনানিতে আর গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চিঠি দিয়ে জানাল কমিশন

আইপ্যাক কাণ্ডে সবপক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের, ২ সপ্তাহে জবাব তলব, ইডির বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ

বিএলও-র পর মাইক্রো অবজার্ভারদেরও ইস্তফা, ফরাক্কায় এসআইআর শুনানিতে বাধা