প্রথম পাতা খবর গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে দিল্লি সীমানায় অনশন আন্দোলনরত কৃষকদের

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে দিল্লি সীমানায় অনশন আন্দোলনরত কৃষকদের

272 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : মহাত্মা গান্ধীর ৭৩তম মৃত্যুদিবসে দিনভর অনশন রেখে ‘সদভাবনা দিবস’ পালন দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকদের। হরিয়ানা ও পঞ্জাব থেকে আরও কৃষক আন্দোলনে যোগ দেবেন বলে দাবিও করেছেন তাঁরা।

দু’মাস ধরে আন্দোলনের পর লালকেল্লায় হিংসার ঘটনায় কিছুটা দাগ লেগেছিল আন্দোলনের গায়ে। তা ঝেড়ে ফেলে গান্ধীর দেখানো পথে শান্তিপূর্ণ আন্দোলনকে হাতিয়ার করার চেষ্টা করছেন কৃষক নেতারা।

সেপ্টেম্বরে নয়া ৩ কৃষি আইন পাশের পর শুরু হওয়া আন্দোলনের ধরন যে শান্তিপূর্ণই ছিল তা বোঝাতেই এই অনশন বলে দাবি কৃষক নেতাদের। সকাল ৯ থেকে শুরু হওয়া এই অনশন চলবে বিকাল ৫টা অবধি।

আরও পড়ুন : কৃষি আইনের প্রতিবাদে সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত তৃণমূল-সহ ১৬ বিরোধী দলের

ক্রান্তিকারি কিসান ইউনিয়নের নেতা দর্শন পাল শুক্রবার বলেছেন, “আমরা শান্তির পক্ষেই ছিলাম, আজও তা-ই আছি, আগামী দিনেও থাকব। আমি দেশের সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের শান্তপূর্ণ প্রতিবাদে যোগ দিতে।’’

গাজিপুর সীমানায় আন্দোলনে বসেছেন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত। শুক্রবার মুজফ্ফরপুরে বসেছিল ‘কিসান মহাপঞ্চায়েত’। সেখান থেকে বহু কৃষক শনিবার গাজিপুরের উদ্দেশে রওনা দেবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.