517
ওয়েবডেস্ক : দক্ষিণের জনপ্রিয় চিত্র পরিচালক। খাতা খুলেছেন বলিউডেও। শুধু খাতা খোলাই নয়, বলিউডে হিট ছবির বান ডেকেছেন তিনি। প্রিয়দর্শন।
‘হেরা ফেরি’, ‘গরম মশালা’, ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে ধনাধন’, ‘খট্টা মিঠা’ তাঁর ছবি মানেই আট থেকে আশির নিপাট মনোরঞ্জন। জমাটি কমেডি তাঁর পছন্দের জনর।
আরও পড়ুন : জন্মদিন : গৌরী লঙ্কেশ
তবে সংখ্যায় কম হলেও সিরিয়াস ছবিও বানিয়েছেন। পেশাদারি জগতে বিতর্ক থেকে দূরে থাকা এই মানুষটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের ফিচার ফিল্ম বিভাগের চেয়ারপার্সনও হয়েছেন।