Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ডিভিসির জল ছাড়ায় খানাকুলে প্লাবনের আশঙ্কা, জলমগ্ন বহু গ্রাম - NewsOnly24

ডিভিসির জল ছাড়ায় খানাকুলে প্লাবনের আশঙ্কা, জলমগ্ন বহু গ্রাম

অবিরাম বৃষ্টি এবং ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ায় রূপনারায়ণ তীরবর্তী খানাকুলের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই খানাকুল ২ নম্বর ব্লকের অন্তত ২০-২২টি গ্রাম জলমগ্ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রাজহাটি, মাড়োখানা, পানশিউলি, হানুয়া, জগৎপুর, শাবলসিংহপুর, ঢলডাঙা ও সুন্দরপুর।

নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু গ্রামে রাস্তা ডুবে গেছে, হাঁটু সমান জলে যাতায়াত করতে হচ্ছে নৌকোয়। রাজহাটি–পানশিউলি ও গড়েরঘাট–আরামবাগ রুটে যান চলাচল ব্যাহত। পানশিউলি-নন্দনপুর পিচ রাস্তার উপরেও জল জমে আছে। শাবলসিংহপুর ফুটবল মাঠে চলছে নৌকা।

সেচ দপ্তর সূত্রে জানা গেছে, ডিভিসির জল দ্বারকেশ্বর ও মুণ্ডেশ্বরী হয়ে রূপনারায়ণে গিয়ে পড়ায় নদীর জল বাড়ছে। জোয়ারের সময়ে জল কূল ছাপিয়ে ঢুকছে নিচু গ্রামগুলোতে। যদিও এখনও বাড়িঘরে জল না ঢুকলেও আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও