অবিরাম বৃষ্টি এবং ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ায় রূপনারায়ণ তীরবর্তী খানাকুলের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই খানাকুল ২ নম্বর ব্লকের অন্তত ২০-২২টি গ্রাম জলমগ্ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রাজহাটি, মাড়োখানা, পানশিউলি, হানুয়া, জগৎপুর, শাবলসিংহপুর, ঢলডাঙা ও সুন্দরপুর।
নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু গ্রামে রাস্তা ডুবে গেছে, হাঁটু সমান জলে যাতায়াত করতে হচ্ছে নৌকোয়। রাজহাটি–পানশিউলি ও গড়েরঘাট–আরামবাগ রুটে যান চলাচল ব্যাহত। পানশিউলি-নন্দনপুর পিচ রাস্তার উপরেও জল জমে আছে। শাবলসিংহপুর ফুটবল মাঠে চলছে নৌকা।
সেচ দপ্তর সূত্রে জানা গেছে, ডিভিসির জল দ্বারকেশ্বর ও মুণ্ডেশ্বরী হয়ে রূপনারায়ণে গিয়ে পড়ায় নদীর জল বাড়ছে। জোয়ারের সময়ে জল কূল ছাপিয়ে ঢুকছে নিচু গ্রামগুলোতে। যদিও এখনও বাড়িঘরে জল না ঢুকলেও আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।