ডিভিসির জল ছাড়ায় খানাকুলে প্লাবনের আশঙ্কা, জলমগ্ন বহু গ্রাম

অবিরাম বৃষ্টি এবং ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ায় রূপনারায়ণ তীরবর্তী খানাকুলের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই খানাকুল ২ নম্বর ব্লকের অন্তত ২০-২২টি গ্রাম জলমগ্ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রাজহাটি, মাড়োখানা, পানশিউলি, হানুয়া, জগৎপুর, শাবলসিংহপুর, ঢলডাঙা ও সুন্দরপুর।

নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু গ্রামে রাস্তা ডুবে গেছে, হাঁটু সমান জলে যাতায়াত করতে হচ্ছে নৌকোয়। রাজহাটি–পানশিউলি ও গড়েরঘাট–আরামবাগ রুটে যান চলাচল ব্যাহত। পানশিউলি-নন্দনপুর পিচ রাস্তার উপরেও জল জমে আছে। শাবলসিংহপুর ফুটবল মাঠে চলছে নৌকা।

সেচ দপ্তর সূত্রে জানা গেছে, ডিভিসির জল দ্বারকেশ্বর ও মুণ্ডেশ্বরী হয়ে রূপনারায়ণে গিয়ে পড়ায় নদীর জল বাড়ছে। জোয়ারের সময়ে জল কূল ছাপিয়ে ঢুকছে নিচু গ্রামগুলোতে। যদিও এখনও বাড়িঘরে জল না ঢুকলেও আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক