Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সিকিমে নতুন রেলপথ নির্মাণে চূড়ান্ত সমীক্ষার অনুমোদন - NewsOnly24

সিকিমে নতুন রেলপথ নির্মাণে চূড়ান্ত সমীক্ষার অনুমোদন

সিকিমের মেলি থেকে দেনটাম পর্যন্ত নতুন রেললাইন নির্মাণে চূড়ান্ত অবস্থান নির্ধারণের সমীক্ষায় অনুমোদন দিল রেল মন্ত্রক। জোরথাং ও লেগশিপ হয়ে প্রায় ৭৫ কিমি দীর্ঘ এই রেলপথের সমীক্ষা চালাবে পূর্বোত্তর সীমান্ত রেল (NFR)। ব্যয় ধরা হয়েছে ২.২৫ কোটি টাকা।

এই রেলপথ দক্ষিণ ও পশ্চিম সিকিমের দুর্গম শহরগুলি, বিশেষত নেপাল সীমান্তের কাছে থাকা দেনটামকে দেশের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। এটি বর্তমানে নির্মীয়মাণ সিভোক-রাংপো লাইনের কৌশলগত সম্প্রসারণ হিসেবেই বিবেচিত হচ্ছে। সেবক-রাংপো রেলপথ চালু হতে পারে ২০২৭ সালে।

মেলি দক্ষিণ ও পশ্চিম সিকিমের একটি প্রবেশদ্বার হিসেবেও কাজ করে। প্রস্তাবিত রেল সংযোগ রাজ্যের গেয়ালশিং, লেগশিপ, দেনটামসহ আশপাশের অঞ্চলে পর্যটন ও ব্যবসা বাড়াবে, কর্মসংস্থানও সৃষ্টি হবে।

সমীক্ষার ভিত্তিতে নির্ধারিত হবে প্রকল্পের রুট, প্রকৌশল বিশদ ও খরচ। খুব শীঘ্রই দরপত্র আহ্বান করবে রেল কর্তৃপক্ষ।

Related posts

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?