অবশেষে সারদাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ডেস্ক: অবশেষে সারদাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, চার্জশিটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাশাপাশি বর্ষীয়ান সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের নাম হয়েছে। আর্থিক তছরূপ আইনের ধারায় কুণাল ঘোষের একটি ও সুমন চট্টোপাধ্যায়ের দুটি কোম্পানির নাম উল্লেখ করেছে ইডি। 


সারদাকাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি তদন্ত করেছে ইডি (ED)। তাদের চার্জশিটে রয়েছে কুণাল ঘোষের ‘স্ট্র্যাটেজি মিডিয়া’ ও সুমন চট্টোপাধ্যায়ের   ‘দিশা প্রোডাকশন ও মিডিয়া প্রাইভেট লিমিটেড’ এবং ‘একদিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ নামে দুটি সংস্থার নাম। 

আরও পড়ুন: দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা সোনু সুদ


ইডি-র ভাষায় এই সাপ্লিমেন্টারি চার্জশিটকে প্রসিকিউশন কমপ্লেনও বলা হয়ে থাকে। বিচারক ইডি-র সেই প্রসিকিউশন কমপ্লেন গ্রহণ করেছেন। এরপরই ইডি-র পক্ষ থেকে চার্জশিটে নাম থাকা ব্যক্তি ও সংস্থাগুলির বিরুদ্ধে বিচার শুরু করার আবেদন জানানো হয়েছে। সেই মতোই আদালতে এ বার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। ফলে চিটফান্ড মামলার জল এখন কোনদিকে গড়ায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন