Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
MSME র উন্নয়নে অর্থনৈতিক সচেতনতা, বেঙ্গল চেম্বারের কনক্লেভে LIC-র জোনাল ম্যানেজারের বিশেষ বার্তা - NewsOnly24

MSME র উন্নয়নে অর্থনৈতিক সচেতনতা, বেঙ্গল চেম্বারের কনক্লেভে LIC-র জোনাল ম্যানেজারের বিশেষ বার্তা

MSME খাতে আর্থিক সহায়তা ও সচেতনতার প্রয়োজনীয়তা নিয়েই আয়োজিত হল ‘Financial Awareness Conclave’। কলকাতায় এই অনুষ্ঠানটির আয়োজন করে The Bengal Chamber of Commerce and Industries (BCCI)। মূল বিষয় ছিল— “Transforming MSME through Finance”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাইফ ইনসিওরেন্স করপোরেশন অফ ইন্ডিয়ার (LIC) ইস্টার্ন জোনের জোনাল ম্যানেজার শ্রী জগৎ সিং তোলিয়া। তিনি তাঁর বক্তব্যে MSME খাতের বিকাশে অর্থনৈতিক সচেতনতা ও সঠিক আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

শ্রী তোলিয়া বলেন, “দেশের অর্থনীতির ভিত শক্ত করতে হলে MSME খাতকে উপযুক্তভাবে আর্থিক সহায়তা দিতে হবে। LIC এই বিষয়ে সদর্থক এবং গঠনমূলক ভূমিকা পালন করছে। শুধু বিমা নয়, অর্থনৈতিক স্থিতিশীলতায় LIC নানা পরিকল্পনার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে সহায়তা করে আসছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অর্থসচিব মি. সুমিত বোস, যিনি MSME-এর জন্য দীর্ঘমেয়াদি নীতি পরিকল্পনা ও ইনোভেটিভ ফিনান্সিং মডেলের উপরে আলোকপাত করেন।

এই কনক্লেভে অর্থনৈতিক বিশ্লেষক, ব্যাঙ্কিং বিশেষজ্ঞ ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে MSME খাতের সামনে থাকা বাস্তব চ্যালেঞ্জ এবং সেগুলিকে কাটিয়ে ওঠার পথনির্দেশ।

The Bengal Chamber-এর এই উদ্যোগ যথেষ্ট প্রশংসিত হয়েছে শিল্প মহলে। উপস্থিত সকলেই একমত হয়েছেন, MSME খাতকে টিকিয়ে রাখতে হলে শুধু সরকারি সহায়তা নয়, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সক্রিয় ভূমিকা প্রয়োজন।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও