শনিবার দুপুরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার বেকবাগানে। এজেসি বোস রোডের একটি বহুতলের পাঁচতলার একটি অফিস ঘর থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিং।
দুপুর ২টো ৫৫ মিনিটে দমকলের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একের পর এক ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। আগুনে পুড়ে যায় একাধিক এসি মেশিন ও অফিসের জিনিসপত্র। আগুনের তাপে বিল্ডিংয়ের একাংশ মুহূর্তে পুড়ে যায়।
দমকলকর্মীরা এজেসি বোস ফ্লাইওভার এবং পাশের বহুতলের ছাদ থেকে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে দমকল।
স্থানীয়দের মতে, এসির বাইরের ইউনিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে মুহূর্তে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে ও সারা বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে যায়।