মাঝরাতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, মহারাষ্ট্রে ঝলসে মৃত্যু অন্তত ২৫ জনের

শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের বুলধানা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। পুনেগামী একটি বাসে আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত আরো আট জন। জ্বলন্ত বাস থেকে কোনোরকমে নেমে প্রাণ বাঁচান তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে বুলধানার সিন্দখেদরাজার কাছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে। বাসটি নাগপুর থেকে পুনে যাচ্ছিল, শুক্রবার রাত দেড়টা নাগাদ ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয় বাসটি। বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক জানিয়েছেন, “চলমান অবস্থায় বাসটির একটি টায়ার ফেটে যায়। তার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের একটি খুঁটিতে গিয়ে ধাক্কা মারে”।

বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানে জানিয়েছেন, ২৫ জনের ঝলসানো দেহ প্রথমে উদ্ধার করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের এখনও চিকিৎসা চলছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন