কলকাতা: শনিবার সকালে আগুন আতঙ্ক ছড়ায় এনআরএস হাসপাতালে। জানা যায়, সকাল ৮টা নাগাদ কার্ডিও বিভাগের ক্যাথ ল্যাবে ধোঁয়া দেখা যায়। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন। হতাহতের কোনো খবর নেই।
দমকল এবং হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রোগীরা নিরাপদেই রয়েছেন। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে আগুনের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।