কলকাতা: পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের একতলার একটি মিষ্টির দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার দুপুরে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায় দোকানের পিছনের দিক থেকে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট বা এসি থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন এবং শেক্সপিয়ার থানার পুলিশ। তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দমকল কর্মীরা।
কুইন্স ম্যানসনের বেশিরভাগ অংশ খালি করে দেওয়া হয়েছে। আশপাশের অফিসের কর্মীরা রাস্তায় নেমে আসেন আতঙ্কে। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
স্টিফেন কোর্ট থেকে জল এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। দমকল ও পুলিশ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।