রাজকোট: শনিবার সন্ধ্যায় গুজরাতের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড! অন্তত পক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে।
গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন, “রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে”।
ঘটনায় প্রকাশ, সন্ধ্যায় যখন গেমিং জোনের ভিতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন আচমকাই আগুন লাগে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।