দোলের দিন বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে আগুন-আতঙ্ক

কলকাতা: দোলের দিন (মঙ্গলবার) সকালে বাইপাসের ধারের একটি বিলাসবহুল আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই হোটেলের ২৩ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই সময় হোটেলে উপস্থিত কর্মচারী এবং অতিথিদের মধ্যে।

ঘটনায় প্রকাশ, মাঠপুকুর এলাকায় বাইপাসের ধারে জে ডব্লিউ ম্যারিয়েটে ২৩ তলার সার্ভার রুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ওই তলের আবাসিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। মাঝপথেই বন্ধ হয়ে যায় দোলের উৎসবও।

তড়িঘড়ি হোটেল কর্তৃপক্ষের তরফে দমকলে খবর দেওয়া হয়। দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। খালি করে দেওয়া হয় হোটেলের ২১ এবং ২২ তলা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, সার্ভার রুমের কোনো যন্ত্রাংশ থেকে শর্ট সার্কিটের মাধ্যমেই এই আগুন লেগেছে। যদিও এখনও পর্যন্ত আগুনের উৎস নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের