কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। বাগুইআটির ভিআইপি ব্রিজের তলায় আগুন লাগলো। এই অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল বাগুইআটিতে। জানা গিয়েছে, বিকেল আগুন লাগে। যে আগুনের গ্রাসে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু পরিত্যক্ত বাস ও গাড়ি ভস্মীভূত হয়ে যায়। আরও একটি বাসেও আগুন লাগে। ঘটনার খবর পেয়ে দ্রুত আসে পুলিশ ও দমকল। দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমদমের জনসভা সেরে বাগুইআটি ভিআইপি ব্রিজ দিয়েই ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগুনের জেরে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে নেমে পড়েন তিনি। উড়ালপুল থেকে গোটা পরিস্থিতিতে নজর রাখেন মমতা। তারপর আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল ছাড়েন তিনি।
আরও পড়ুন: পুরোটার প্ল্যানিং করেছেন অমিত শাহ, ঘটনার তদন্ত করবই, আসল ঘটনা বের করব’, হুঁশিয়ারি মমতার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগুইআটি বাসস্ট্যান্ডের কাছে দীর্ঘদিন ধরেই চারটি পরিত্যক্ত গাড়ি পড়েছিল। সোমবার দুপুরে আচমকাই গাড়িগুলোতে আগুন লেগে যায়। যদিও কী থেকে এই আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।