উত্তরকাশী: দীপাবলির দিন থেকে সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে একটি নির্মীয়মান টানেল থেকে ওই শ্রমিকদের উদ্ধারের কাজ অব্যাহত। ১০ দিন পর ভিতরে আটকে থাকা শ্রমিকদের একটি ভিডিও প্রকাশ্যে এল মঙ্গলবার সকালে।
পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে ঢোকানো একটি ক্যামেরায় আটকে থাকা ওই শ্রমিকদের ছবি ধরা পড়েছে। ওই পাইপটি দিয়ে খাবার পাঠানো হচ্ছিল। গত রাতে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ঢোকানো ছয় ইঞ্চি পাইপের মাধ্যমে একটি এন্ডোস্কোপিক ক্যামেরা সুড়ঙ্গের ভিতরে ঠেলে দেওয়া হয়েছিল। তাতেই এই ছবি ধরা পড়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাথায় হেলমেট এবং কাজের পোশাক পরিহিত শ্রমিকরা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ছেন। কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করছেন। উদ্ধারকারী কর্মকর্তারা ওয়াকি টকি বা রেডিও হ্যান্ডসেটের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য কর্মীদের ক্যামেরার সামনে আসতে বলেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর, দীপাবলির দিন, প্রায় ৩০ মিটার নির্মীয়মান সুড়ঙ্গটি সিল্কিয়ারার দিক থেকে ধসে পড়ে এবং তারপর থেকে ৪১ জন শ্রমিক সেখানে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন সময়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তবে ধসের কারণে বারবার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।