বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী! পশ্চিমবঙ্গ থেকে ৫ রাজ্যসভার সাংসদ সার্টিফিকেট পেলেন বিধানসভায়

কলকাতা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচ প্রার্থী। এঁদের মধ্যে তৃণমূলের চার এবং বিজেপির এক জন।

আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই মতোই মনোনয়ন জমা দিয়েছিলেন প্রার্থীরা। তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর এবং নাদিমুল হক। অন্য দিকে, বিজেপি প্রার্থী করেছিল শমীক ভট্টাচার্যকে।

প্রত্যেকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। মঙ্গলবার বিধানসভায় জয়ী সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হল।

সমস্ত ছবি: রাজীব বসু

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক