৫০ লক্ষ রেশন কার্ড ব্লক করল খাদ্য দফতর

কলকাতা: রাজ্যে ৫০ লক্ষ রেশন কার্ড ব্লক করল খাদ্য দফতর। ভুয়ো, অস্তিত্বহীন,মৃত এই সব ধরনের কার্ড মিলিয়ে প্রায় ৫০ লক্ষ রেশন কার্ড চিহ্নিত করে খাদ্য দফতর। সেগুলিকেই ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত দশ মাস ধরে এই চিহ্নিতকরণের কাজ করছে রাজ্য খাদ্য দফতর। তার পরই কার্ডগুলিকে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জাল, অস্তিত্বহীন রেশন কার্ড গুলিকে চিহ্নিত করার নির্দেশ দেন। খাদ্য দফতরের আধিকারিকরা মনে করছেন, এই ধরনের রেশন কার্ডের সংখ্যা আরও বাড়তে পারে। এর জেরে রাজ্যে বিপুল পরিমাণ অর্থও সাশ্রয় হবে বলে মনে করছে রাজ্য খাদ্য দফতর।

এর সঙ্গে, প্রতিটি পরিবার কত রেশন পাবে প্রতি মাসে, তা জানানোর জন্য এসএমএস পরিষেবা শুরু করেছে রাজ্য খাদ্য দফতর। রেশন কার্ডের সঙ্গে যাঁদের মোবাইল নম্বর নথিভুক্ত আছে, তাঁদের মোবাইলে মাসের শুরুতেই এসএমএস চলে যাচ্ছে। সেই পরিবার জানতে পারছে প্রতি মাসে কত রেশন পাবে তাঁরা। এক কোটি ৭০ লক্ষেরও বেশি উপভোক্তা এই এসএমএস এর মাধ্যমেই বিস্তারিত তথ্য জানতে পারছেন বলে খাদ্য দফতর সূত্রে খবর। দুয়ারে রেশন বা ডিলারের কাছে গিয়ে যাতে কোনও ভাবে না ঠকে যান কেউ, তার জন্যই এই পরিষেবা চলতি মাস থেকেই শুরু করেছে খাদ্য দফতর।

আরও পড়ুন: কলকাতায় আবার চলল গুলি, দেদার বোমাবাজি! উত্তপ্ত তিলজলা

Related posts

তৃণমূল রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

হাওড়ার রামরাজাতলায় সাঁত্রাগাছি ‘মা’ গোষ্ঠীর উদ্যোগে জলসত্র

তাপপ্রবাহ বন্ধ হবে, স্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের