কাতার বিশ্বকাপ নিয়ে অনলাইন জুয়া কলকাতায়, পুলিশি হানায় গ্রেফতার ৫

কলকাতা: কাতারে চলছে ফুটবলের বিশ্বযুদ্ধ। আর কলকাতায় সেই খেলাকে সামনে রেখেই বসেছে অনলাইন জুয়ার আসর। কলকাতা পুলিশের বিশেষ অভিযানে হাতেনাতে ধরা পড়ল ৫ অভিযুক্ত।

ঘটনায় প্রকাশ, বিশ্বকাপ ফুটবল নিয়ে অনলাইনে জুয়া খেলা চলছিল ইলিয়ট রোডের ‘হীরা ইন্টারন্যাশনাল’ নামে একটি হোটেলে। গোপন সূত্রে সেই খবর পৌঁছোয় কলকাতা পুলিশের কাছে। সোমবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালায় পুলিশ।

জানা গিয়েছে, অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে বিজয় আগরওয়াল নামে হাওড়ার এক বাসিন্দাকেও গ্রেফতার করে পুলিশ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন