আগের চেয়ে অনেকটাই সুস্থ, বুধবার হাসপাতাল থেকে বাড়ির পথে বুদ্ধদেব!

কলকাতা: এখন অনেকটাই সুস্থ আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি যে বেসরকারি হাসপাতালে ভর্তি, সেখানকার সূত্রে খবর, বুধবার ছুটি দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

গত ২৯ জুলাই থেকে আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেববাবু। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে এ দিন জানানো হয়, সংক্রমণ মুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর রক্তের সমস্ত প্যারামিটারই ঠিক রয়েছে। শ্বাসের সহজতা ফেরাতে চলছে ফিজিওথেরাপি, লাঙস রিহ্যাবিটিলেশন। তবে এখনও রাইলস টিউবেই খাওয়ানো চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ঘরোয়া বিষয়ে অভ্যস্ত হতে মুখ দিয়ে স্যুপ জাতীয় তরল খাবার দেওয়া হচ্ছে তাঁকে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে সোমবার বৈঠকে বসেছিল তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। এর পর সাংবাদিকদের হাসপাতালের তরফে জানানো হয়, বুদ্ধবাবুর ফুসফুসে সংক্রমণ নেই। তাঁকে ছুটি দিয়ে দেওয়া যেতেই পারে। তবে তার আগে তাঁর বাড়িতে হাসপাতাল পরবর্তী শুশ্রূষার ব্যবস্থা নিশ্চিত করতে চান চিকিৎসকরা। সেই তৎপরতা চলছে এখন। চূড়ান্ত সিদ্ধান্ত হবে মঙ্গলবারের বৈঠকে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়িতে থাকলেও হাসপাতালের তত্ত্বাবধানে থাকবেন বুদ্ধদেব। বাড়িতে থাকবেন এক জন নার্স। রাখা হবে বাইপ্যাপ সাপোর্ট, নেবুলাইজেশন সাপোর্ট।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন