টাকার বিনিময়ে চাকরি! গ্রেফতার ৪ শিক্ষক

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বড়োসড়ো মোড়। সমন পাঠিয়ে সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ডেকে জেলে পাঠানো হল চার শিক্ষককে। অভিযোগ, তাঁরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বাগিয়েছিলেন।

গ্রেফতার হওয়া ৪ শিক্ষকই মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা। সেখানকারই বিভিন্ন স্কুলের শিক্ষক জাহিরুদ্দিন শেখ, সাইগার হোসেন, সিমার হোসেন এবং সৌগত মণ্ডল সোমবার আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদের ডেকে পাঠিয়েছিলেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের। গ্রেফতারের পর তাঁদের পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক টেটের পর টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন বলে সিবিআইয়ের কাছে স্বীকার করে নিয়েছিলেন চার অযোগ্য শিক্ষক। চলতি বছরের জানুয়ারি মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। সেই চার্জশিটে ওই চার শিক্ষককে সাক্ষী করার রীতিমতো ক্ষুদ্ধ আদালত। অভিযোগ, টাকা বিনিময়ে চাকরি পেয়েছেন চার জনই।

বিচারকের মন্তব্য, “এরাই সেই লোক, যাঁরা টাকা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষের মতো লোকেদের কাছে গিয়েছিল। এদের জন্যই এতগুলি মানুষ ভুগছে”। ২১ আগস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকবে ধৃতেরা।

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস