প্রথম পাতা খবর প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং আইপিএস রচপাল সিং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং আইপিএস রচপাল সিং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

61 views
A+A-
Reset

ডেস্ক: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আইপিএস রচপাল সিং। বৃহস্পতিবার ভোরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রচপাল সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷


রচপালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রচপাল সিং-এর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। প্রাক্তন IPS রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। আমি ওঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ’

আরও পড়ুন: উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস


১৯৭৮ ব্যাচের এই IPS বাম জমানায় পুলিশে স্বজনপোষণের অভিযোগে একাধিকবার সরব হয়েছিলেন। চাকরি থেকে অবসরের পরই তৃণমূলে যোগ দেন তিনি। সিঙুর – নন্দীগ্রাম আন্দোলনের সময় তৃণমূলে যোগ দেন রচপাল সিং। ২০১১ সালে তারকেশ্বর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হন তিনি। এর পর রাজ্যের পর্যটন ও পরিকল্পনা মন্ত্রী হন তিনি। পরে রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান নিযুক্ত হন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.